"নিজের ব্যপারে আমার কিছুই বলার নেই. অনেক দিন ধরেই নিজেকে বুঝতে চেষ্টা করছি.  কেনো যেনো এখনো পারলাম না. নিজের মাঝে নিজেকে খোজে ফেরার খেলা এখনও চালিয়ে যাচ্ছি"

Bangla Blog (বাংলা ব্লগ)

"সুপার ফাস্ট ইন্টারনেট ব্রাউজার"

Picture
ন্টারনেটে ব্রাউজিং করার জন্য আমরা ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি ব্রাউজার ব্যাবহার করে থাকি। কারো কাছে অপেরা হলো ফার্স্ট আবার কারো কাছে মজিলা ফায়ারফক্স ফার্স্ট । ব্রাউজারগুলোর মাঝে কোনটা লোড হতে সময় বেশী নেয় , আবার কোনটা দ্রতগতিতে লোড হয়।
এই প্রথম আমাদের পার্শবর্তি দেশ ভারত ওয়েব ব্রাউজার তৈরী করল। ‘এপিক’ নামের ব্রাউজারটি তৈরি করেছে সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিডেন রিফ্লেক্স। ওপেন সোর্সভিত্তিক ব্রাউজার মজিলা ফায়ারফক্স কোডিংয়ের ওপর ভিত্তি করে এপিক তৈরি করা হয়েছে। ফায়ারফক্সের সকল এডঅন এপিক এ সাপোর্ট করে। অনেকেই দাবী করছেন “এপিক” হলো এখন সবচেয়ে দ্রুতগতির ওয়েব ব্রাউজার। আপনার নেট স্পীড যদি আমার মতো স্লো হয়, তাহলে আপনি একবার 'এপিক' ব্যবহার করে দেখতে পারেন।

          এপিকের সাইডবারের মাধ্যমে ব্যবহারকারীরা জি-মেইল, ইয়াহু মেইল , ভিডিও, সংবাদপত্রের আপডেট, সরাসরি টেলিভিশন সংবাদ, ভারতীয় গান, ক্রিকেট স্কোর আরো অনেক কিছুর আপডেট দেখতে পাবেন। এটা মুলত ভারতের বিশাল জনসংখ্যার কথা চিন্তা করেই নিজেদের জন্য তৈরি করেছে এবং অন্যান্য থিম ছাড়াও দেড় হাজারের বেশি ভারতীয় থিম থেকে পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ আছে। ভারতের আঞ্চলিক ১২টি ভাষা সমর্থন করে এপিক সাথে বাংলা’তো আছেই। ব্রাউজারটি তার নিজস্য ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।


ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


Facebook

Paragraph.

Twitter

"ড্রাইভার ইন্সটল দেয়ার ঝামেলার ১০০% নিরশন"

Picture
কম্পিউটারে কষ্ট করে অনেক ড্রাইভারই ইন্সটল করতে হয়। বিশেষ করে মাদারবোর্ড সিডি। কিন্তু উইন্ডোজ ফরমেট বা রি-ইন্সটলের পর তা হারাতে হয় এবং পুনরায় এই সকল ড্রাইভার ইন্সটল করতে হয়। আর এর জন্য ঝামেলার কিন্তি থাকেনা।
এছাড়াও বেশ কিছু ড্রাইভার যেমন: ইন্সটল করা স্ক্যানার, প্রিন্টার, মডেম, অডিও, গ্রাফিক্স ইত্যাদি বারবার ইন্সটল দেয়া বেশ বিরক্তি কর। তবে আশার কথা হলো 1.95 MB মেগাবাইট ছোট্ট একটি এপ্লিকেশন ব্যবহার করে। আপনার PC / Laptop এর ড্রাইভার গুলো ব্যাকআপ করে রাখতে পারেন এবং কম্পিউটার রি-ইন্সটলের পর তা আবার রিস্টোর করতে পারবেন।

“ডাবল ড্রাইভার” একটি ফ্রিওয়্যার সফটওয়্যার এবং পের্টেবল ।যে কারণে আপনাকে ইন্সটল এর ঝামেলা পহাতে হবেনা। এটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেনে চালানো যাবে।

Download Double Driver এখান থেকে সফটওয়্যার’টি ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড করার পর বাটনে ক্লিক করে এ ক্লিক করুন। তার পর আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো দেখতে পাবেন এবং ব্যাকআপ রাখতে পারবেন। পরবর্তীতে ব্যাকআপে রাখা ড্রাইভারগুলো রিস্টোর করতে সফটওয়্যারের বাটনে ক্লিক করে ব্যাকআপে রাখা ফোল্ডার’টি দেখিয়ে দিন এবং রিস্টোর করে নিন।

এরসাথে ১০০% নিশ্চিন্তে থাকুন ড্রাইভার খোজা এবং ইন্সটল দেয়ার ঝামেলা থেকে।

    আপনার মন্তব্য